April 11, 202506:41:35 AM

অচেনা নম্বার থেকে হুমকি দাতার নাম ঠিকানা জানুন আপনার এন্ড্রয়েড মোবাইল দিয়ে,কলারের তথ্য জানাবে এই অসাধারণ অ্যাপসটি ! Learn the donor's name and address threats from an unknown number on your Android mobile phone, the caller will inform you of the great apps !!!


মোবাইলে অচেনা অনেকেই ফোন করে বিরক্ত করে থাকে। বিরক্তের পাশাপাশি অনেক সময় অচেনা এসব কলের হুমকিতে বেশটেনশনেও থাকতে হয়। তবে এবারআপনার ফোনেরডিসপ্লেতে ভেসে ওঠা যে কোনো অচেনা ফোননম্বরের ব্যক্তির তথ্য সহজেই স্মার্টফোন থেকে জেনে নিতে পারবেন। এজন্য অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য রয়েছে বেশ কিছু অ্যাপস। এসব অ্যাপস ব্যবহার করে মাত্র কয়েক সেকেন্ডে বিশ্বেরযে কোনো প্রান্তের প্রাইভেট কলারের তথ্য পাওয়া যাবে।True Caller কল লোকেটর অ্যাপস হিসেবে সবচেয়ে জনপ্রিয় এই অ্যাপটি। এর সাহায্যে বিশ্বেরযে কোনো দেশের কলারের নাম ও ঠিকানা জানা যাবে।ফোন ধরার আগেই কলার সম্পর্কীয় তথ্য জানিয়ে দেয় ট্রু কলার অ্যাপটি। কোনো ব্যক্তি আপনাকে বারবার বিরক্ত করলে সংশ্লিষ্ট নম্বরটিকে এই অ্যাপের সাহায্যে ব্লক করেও দেয়া যাবে। এই অ্যাপের সাহায্যে আউট গোয়িং কলও ব্লক করা যাবে।
নিচ থেকে ডাউনলোড করে নিন
Click Here To Download Now
তারপর এপসটি ওপেন করেন, না বুঝলে নিচের স্ক্রিনশট লক্ষ্য করেন।
তারপর search বাটনে ক্লিক করে নিচের পিকের মত যে কোন নাম্বার লিখে search দিন।
দেখুন এবার আপনি নিচের পিকের মত আপনার search দেয়া নাম্বারের লোকেশন এবং জিমেইল দেখতে পারবেন।
এভাবে আপনি যে কারও লোকেশন ট্রেক করে দেখতে পারবেন।সবাই ভাল থাকুন,সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন।

Post a Comment

Thanks For Your Comment..!!

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

Post a Comment

    Author Name

    Contact Form

    Name

    Email *

    Message *

    Powered by Blogger.