April 12, 202506:53:17 PM

Computer ভালো রাখার জন্য যে কাজটি করা জরুরী


আপনার কম্পিউটার ভালো ও ফাস্ট রাখার জন্য অবশ্যই কিছু কাজ
করা জরুরী। যা দ্বারা আপনার কম্পিউটার সব ধরনের ভাইরাস
মুক্তি পাবে ।
যেমনঃ –
১. ভালোমানের এন্টিভাইরাস লাগাতে হবে। ( যেমনঃউইন
সিকরো , কেসপাই )
২. কম্পিউটার ওপেন করার পর কিছুসময় হাত দিয়ে Refresh
করতে হবে।
৩. কম্পিউটার এর Start মেনুতে গিয়ে Run বক্সে % Temp
%, Temp , Recent লিখে এন্টার দিবেন। এবং এখানে যা আসবে
সব ডিলিট করে দিবে।
৪. বেশি বেশি মেমুরী , পেনডাইভ বা USB Cable এর মাধমে
মোবাইল লাগানো খেকে সবসময় বিরত থাকতে হবে।
আর আপনাদের Computer এর কোনো বিষয়ে জানার ইচ্ছা
থাকলে অবশ্যই Comment করবেন। যথাসাধ্য আমরা উত্তর
দিতে চেষ্টা করবো ইনশাআল্লাহ।
এরকম আরো লেখা পেতে Mojakoross সাথেই থাকুন


Tags

Post a Comment

Thanks For Your Comment..!!

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

Post a Comment

    Author Name

    Contact Form

    Name

    Email *

    Message *

    Powered by Blogger.