2017



আস্সালামালাইকুম।সবাই কেমন আছেন?নিশ্চয় অনেক অনেক ভালো!!ভালো থাকতেই হবে কারন TongiBD সাথে যারা থাকে তারা সবসময় ভালো থাকে।তো চলুন কথা না বাড়িয়ে কাজে যাওয়া যাক।
হেডলাইন দেখে বিব্রত হওয়ার কিছু নেই,যা দেখলেন সবটুকুই সত্যি।আজকে আপনাদেরকে যেই নতুন একটি সাইটের সাথে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি তার কাজ হল শুধু ৩ ঘন্টা পর পর spin করা।প্রথমতো রেজিস্ট্রেশন করার পর তারা আপনাকে ৫০ টি spin ফ্রি দিবে।আর এই ৫০টি spin করার ফলে আপনি পাবেন ৭$-১০$ বিটিসি এবং ৫০টি spin শেষ করার পর প্রতি ৩ ঘন্টা পর পর তারা আপনাকে ৩ টি করে spin দিবে প্রথম লেভেলে।আরো বিস্তারিত সাইট থেকে অবশ্যই জেনে নিবেন।এখানে প্রতি spin কতো পরিমান বিটিসি পাবেন সেটি সম্পূর্ন নির্ভর করবে আপনার ভাগ্যের উপর।যারা আগে থেকে spin সাথে জড়িত তারা নিশ্চয় এতোক্ষনে বুঝে গেছেন।

সাইট নেম:


BTC HEAT

প্রয়োজনীয় উপকরন:


একটি বিটিসি ওয়ালেট এড্রেস অথবা কয়েনবেজ ওয়ালেট এড্রেস।

কিভাবে অ্যাকাউন্ট করব:


প্রথমেই ক্ষমা চেয়ে নিতে চাই স্কিনশট না দিতে পারার জন্য।কারন এখানে স্কিনশট দেয়ার কিছু নেই।একাউন্ট করতে ক্রোম ব্রাউজার ব্যবহার করুন।প্রথমে আপনার ওয়ালেট এড্রেসটি কপি করে এই লিংকে যান তারপর যেই পেজ আসবে ওইখান থেকে play লেখায় ক্লিক করুন।ক্লিক করার পর যেই পেজ আসবে ওখানে আপনার ওয়ালেট এড্রেস দিয়ে Start লেখায় ক্লিক করলেই আপনার একাউন্ট হয়ে যাবে এবং দ্বিতীয়বার যখন লগইন করবেন ঠিক একই নিয়মে করবেন। আর হ্যাঁ অনেকে বলতে পারেন ট্রিকবিডিতে রেফার লিংক দেওয়া নিষিদ্ধ হওয়া সত্ত্বেও রেফার লিংক কেন দিলাম??ভাই এই সাইটে রেফার বোনাস বলতে কিছু নেই তাই রেফার থেকে কিছু পাওয়ার সম্ভাবনা এখানে নেই এবং পাশাপাশি পেমেন্ট প্রোফও দিলাম।জাস্ট রেফার থাকলে আপনি পরবর্তী লেভেলে একটু সহজে যেতে পারবেন এটুকুই আর কিছু না।যদি কেউ আমার রেফার হয়ে কাজ করতে চান তাহলে আমি কিছুটা উৎসাহিত হব আপনাদের সাহায্য করতে।আর হ্যাঁ মিনিমাম ক্যাশআউট হল ০.০৩ বিটিসি।যাদের পেমেন্ট নিয়ে সন্দেহ রয়েছে তারা নিচে থেকে পেমেন্ট প্রোফ দেখে নিন।

পেমেন্ট প্রোফ:



তো আজকে এই পর্যন্তই।সবাই সুস্থ থাকুন,ভালো থাকুন এবং TongiBD সাথেই থাকুন,ধন্যবাদ।






বন্ধুরা কেমন আছেন আশাকরি সবাই ভালই আছেন আজকে একটি দুর্দান্ত একটি জিনিস আপনার সাথে শেয়ার করছি
তো বন্ধুরা সেটি হচ্ছে বাংলালিংক সিমে চালাইতে পারেন 10 মিনিট ফ্রি ইন্টারনেট এবং কি মাত্র 2 টাকায় 1 ঘন্টা ইন্টারনেট মাত্র 1 টাকায় 1 ঘন্টা ফেজবুক এবং কি বন্ধুরা মাত্র 5 টাকায় নিয়ে নিতে পারেন পুরো একদিন ফ্রি ইন্টারনেট
বন্ধুরা আপনারা হয়তো ভাববেন যে এটা কি ভাবে নিব
তো বন্ধুরা এটা নেওয়ার জন্য প্রথমে ওপেরা মিনি টা ডাউনলোড করে নিন
ডাউনলোড করা হলে ইন্সটল করে ওপেন করুন তারপর আপনার
বাংলালিংক সিম দিয়ে এই লিঙ্কে যান 
এবার নিচের স্ক্রীনশটএর মত একটা পেজ আসবে 

এখান থেকে আপনারা যেটা খুশি সেটা কিনে নিতে পারবেন এবং 10 মিনিট ফ্রি ইন্টারনেট চালাতে পারবেন
বিশেষ কথা এই 10 মিনিট ফ্রি ইন্টারনেট কিন্তু শুধুমাত্র অপেরা মিনি মিনিতেই ব্যবহার করতে পারবেন অন্য কোন ব্রাউজারে ব্যবহার করলে টাকা কেটে নিবে


আর হ্যাঁ এখানে যে অফারটা কেনেন না কেন এটা এই অপেরা মিনিতেই ব্যবহার করতে হবে কোন ব্রাউজার ব্যবহার করলে হবে না
সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এবং TongiBD সাথেই থাকুন ধন্যবাদ


আসসালামুআলাইকুম সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন।আজকে আমি আপনাদের জন্যে নিয়ে আসলাম অসাধারন একটি এপস ।
এই এপসটা আপনার মোবাইলে ইনস্টল করা থাকলে আপনার মোবাইলে আসা কল অন্য কেউ রিসিভ করতে পারবে না।
অনেক সময় আমরা ভুল করে মোবাইল বাসায় রেখে বাহিরে চলে যাই।মোবাইলে অনেক পারসোনাল কল আসে।এই এপসটি ইনস্টল করা থাকলে ঐসকল পারসোনাল কল অন্য কেউ রিসিভ করতে পারবে না।
এই এপস এর মাধ্যমে কিছু নিদিষ্ট নাম্বার লক করে রাখতে পারবেন।
এই এপসটি দিয়ে কল ব্লকও করা যায়।
         or



Today I am going to write about how to root Android marshmallow. This is working tutorial. Just follow that…..
.
.
.
.
.
*.Download Z4Root apk from upper link
.
*.Install Z4Root APK in your android phone.
(Make sure that you have allowed Unknown
Sources in Settings).
.
*.Open Z4Root app in your android phone now.
.
*.Click on Root button.
.
*.Wait for couple of seconds to make sure that
Z4Root has completed it’s job.
.
*.Now, simply restart your android phone to
root it without computer.
.
*.Above method Working fine in all 6.0.1
mobiles, if you have any problem with rooting
 comment.





অাসলামু অালাইকুম,
অাশা করি সবাই ভাল অাছেন!
আপনাদের সামনে আবারো হাজির হলাম অারেকটি টিউন নিয়ে। আজ আমি দেখাবো কিভাবে চুরি যাওয়া বা হারানো মোবাইলে ফিরে পাবেন খুব সহজ পদ্ধতিতে।।
আমার হারানো মোবাইল খুজতে আমি প্রথমে গুগলের সহযোগীতা নেব!
যে কোন মোবাইল, লেপটপ বা কম্পিউটারের মাধ্যমে, তবে আমি অাপনাদের সুবিধার্থে মোবাইল দিয়েই দেখাচ্ছি।
Google এ গিয়ে সার্চ করবো Find Your Phone লিখে, তারপর দেখুন নিছের ছবির মত অাসবে।
আপনে প্রথম লিংকটিতে ক্লিক করে প্রবেশ করুন।
তারপর নিছের মত একটা প্যাজ আসবে, আপনে SING IN TO START লেখাতে ক্লিক করুন।এবার দেখুন একটি মেইল চাইবে, আপনার হারিয়ে যাওয়া মোবাইলে যে মেইলটি ব্যবহার করতেন তা দিয়ে এখানে লগিন করুন।এবার দেখুন আপনার হারিয়ে যাওয়া মোবাইলে ব্যবহারকৃত ঐ মেইল দিয়ে কত গুলো মোবাইলে লগিন করছেন তা সো করছে।
এখান থেকে আপনার হারিয়ে যাওয়া মোবাইলের মডেল সিলেক্ট করুন এবং ক্লিক করুন। (Example Samsung S3)
ক্লিক করার পর আবারো মেইল পাচওয়ার্ড চাইবে। আপনে আবারো হারিয়ে যাওয়া মোবাইলে ব্যবহিত মেইল দিয়ে লগিন করুন।এবার নিছের মত একটি প্যাজ আসবে, অাপনে Locate লেখাতে ক্লিক করুন।
একটু অপেক্ষা করার পর দেখুন লোকেশন চলে আসছে আপনার ফোনটি কোথায় আছে।

আপনে চাইলে আপনার হারিয়ে যাওয়া মোবাইলে কলও দিতে পারবেন এবং Lock এবং Erase ক্লিক করে আপনার হারিয়ে যাওয়া মোবাইলের সকল ডাটা ডিলেট ও মোবাইল লক করে দিতে পারবেন







## আপনার ফোনের চিপসেট যদি MT6572 হয় এবং এন্ড্রয়েড ভার্সন যদি 4.4.2 (কিটক্যাট) হয়, তবেই এই রম চালাতে পারবেন।
## এই কিটকাট ভার্সনের জন্য রম কম পাওয়া যায়। তাই এখনি নিয়ে নিন। Specially for Lava iris 505 by Grameenphone.
## রম একদম স্টক J5 এর মত। তাই বর্ণনা দেয়ার ইচ্ছা হলো না। তাছাড়া খুব স্টাবল আর র‍্যাম ফ্রি।
## ফ্লাশ করার আগেঃ
** স্টক রম থেকে firmware ফোল্ডার এবং libaudio.primary.default.so ফাইল রিপ্লেস করুন।
এবার স্টক boot.img ফাইল টা পোর্ট রম এ নিন এবং BintangWoroutami নামে রিনেম করুন।।.
## ডাউনলোড করুন, গুগল ড্রাইভ থেকেঃ
## ক্লিক করে skip ad এ ক্লিক করুন। Opera mini এর ক্ষেত্রে সমস্যা হলে অপেরা মিনির সেটিংস থেকে Single Column View অফ/বন্ধ করে দিন।
##স্ক্রিনশটঃ
  
## সব কাজ নিজ দায়িত্বে করুন। সেটের কোন ক্ষতির জন্য আমি দ্বায়ী থাকব না।
## কোন সমস্যা হলে কমেন্ট করুন।


মোবাইলে অচেনা অনেকেই ফোন করে বিরক্ত করে থাকে। বিরক্তের পাশাপাশি অনেক সময় অচেনা এসব কলের হুমকিতে বেশটেনশনেও থাকতে হয়। তবে এবারআপনার ফোনেরডিসপ্লেতে ভেসে ওঠা যে কোনো অচেনা ফোননম্বরের ব্যক্তির তথ্য সহজেই স্মার্টফোন থেকে জেনে নিতে পারবেন। এজন্য অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য রয়েছে বেশ কিছু অ্যাপস। এসব অ্যাপস ব্যবহার করে মাত্র কয়েক সেকেন্ডে বিশ্বেরযে কোনো প্রান্তের প্রাইভেট কলারের তথ্য পাওয়া যাবে।True Caller কল লোকেটর অ্যাপস হিসেবে সবচেয়ে জনপ্রিয় এই অ্যাপটি। এর সাহায্যে বিশ্বেরযে কোনো দেশের কলারের নাম ও ঠিকানা জানা যাবে।ফোন ধরার আগেই কলার সম্পর্কীয় তথ্য জানিয়ে দেয় ট্রু কলার অ্যাপটি। কোনো ব্যক্তি আপনাকে বারবার বিরক্ত করলে সংশ্লিষ্ট নম্বরটিকে এই অ্যাপের সাহায্যে ব্লক করেও দেয়া যাবে। এই অ্যাপের সাহায্যে আউট গোয়িং কলও ব্লক করা যাবে।
নিচ থেকে ডাউনলোড করে নিন
Click Here To Download Now
তারপর এপসটি ওপেন করেন, না বুঝলে নিচের স্ক্রিনশট লক্ষ্য করেন।
তারপর search বাটনে ক্লিক করে নিচের পিকের মত যে কোন নাম্বার লিখে search দিন।
দেখুন এবার আপনি নিচের পিকের মত আপনার search দেয়া নাম্বারের লোকেশন এবং জিমেইল দেখতে পারবেন।
এভাবে আপনি যে কারও লোকেশন ট্রেক করে দেখতে পারবেন।সবাই ভাল থাকুন,সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন।


প্রথমে আপনি আপনার স্মার্ট ফোনের গুগল প্লে স্টোর থেকে Wave Lock Apps টি ডাউনলোড করে নিন।আর ওপেন করলেই হবে।এর পর Apps থেকে বাহির হয়ে যান।
                                                                           or
                                                                    Downlord Link


যারা ফেসবুকে অটো লাইক নিতে জানেন না তারা 4liker software টি ডাউনলোড করে নিন।আর এই সফটওয়্যারের মাধ্যমে আটো কমেন্ট ও নিতে পারবেন।ডাউনলোড হলে ইনস্টল করে ওপেন করলে বুঝতে পারবেন।
                                               >Downlod Now









এখনকার বেশির ভাগছেলে Android নামের Smart
Phoneব্যবহারকরে,Android মানেই উচ্চ গতিরInternet,মানে
যারা Android ব্যবহারকরে প্রায়সবাই Internet
ব্যবহারকরে, ,,,,,তবে সাধারন 2G ফোনেরচেয়ে Android
এর Internet অন্যধরনের, ,,আসল কথা হলো
অনেকBlog,Status,Groupএ দেখা এবং সচরাচর
অনেকেইবলেনযে ভাই আমার Android এ নেটকানেকশন
অন করলেই Taka/Data সবশেষহয়ে যায় কি করবো?????সো
এইটা থেকে রক্ষা পেতেইআমারএই Status ….101% কাজ
করবেইতো আরদেরি কেনো প্রথমে
আপনারফোনেরSettings এ যান তারপর DataCounter/Data Usage এ যান,
তারপর ফোনের Option Buttonমানে ফোনের যে
Buttonদিয়ে বিভিন্ন নির্দেশ/অপশনদেখা যায় ,সেটাতে
Clickকরে দেখুনএকটা অপশন আছে Auto Sync Data
(এইটাইহলো সেই রাক্ষুস যারকারনে নেট অনকরলেই নেট
কাটা শুরু করে )So,দেখবেনএইটাতে টিক দেয়া
আছে,আপনারকাজ হলো এই টিক (√)চিন্নটা তুলে দেয়া,
টিকতুলে দিন, ,,,,,,,,,ব্যাস কাজ শেষ,
না বুঝে থাকলে স্কিনসর্ট দেখেন

TipsTune.Net
TipsTune.Net
TipsTune.Net

এইবারসারা দিনরাত
নেট কানেকশনঅনরাখলেও নেট বা টাকা কিছুইকাটবেনা
। অনেক কস্টকরে লিখলামঅনেকেইহয়তো জানেন ,যারা
নতুনজানলেন শুধু একটা Tnx দিয়েন ।তাহলেই
আমারলেখাটা সার্থক ! Settings>DataUsage>Auto Sync
Data>টিক(√)দেওয়া থাকলে তুলে দিন।কোনো সমস্যা
হলে Comment বক্সতো ফাকাই আছে.



আজকে আপনাদের জন্য নিয়ে এলাম এনড্রয়েড এর গুরত্বপূর্ন কিছু কোড।
তাহলে ঝটপট দেখে নিন এনড্রয়েড এর কিছু গুরত্বপূর্ন কোড

(1) Shows Wi-Fi MAC address:
Just Dial *#*#232338#*#*
(2) Bluetooth test:
Just Dial*#*#232331#*#*
(3) Shows Bluetooth address:
Just Dial *#*#232337#*#
(4) LCD test:
Just Dial*#*#0*#*#*
(5) Vibration & Back Light test:
Just Dial *#*#0842#*#*
(6) Touch screen version:
Just Dial *#*#2663#*#*
(7) Touch screen test:
Just Dial*#*#2664#*#*
(8) Proximity sensor test:
Just Dial *#*#0588#*#*
(9) RAM version:
Just Dial *#*#3264#*#*
(10) Android Phone GTalk lanuch:
Just Dial *#*#8255#*#*
(11) PDA, Phone, CSC, Build Time,Change list number:
Just Dial*#*#44336#*#*
(12) Android Phone Reset:
JustDial *#*#7780#*#*
(13) Android Phone Backup:
Just Dial *#*#273283*255* ­663282*#*#*
This code opens a file copy screen where you can backup your media files
(14)Android Phone Information:
Just Dial *#*#4636#*#*
You can use this code to get some information about your phone and battery.
It shows phone information, Battery information, Battery history, & Usage statistics.
(15) Android Phone Service mode:
Just Dial *#*#197328640#* ­#*
You can use this code to enter into Service mode
You can run various tests and change settings in the service mode.
(16) Android Phone Camera Information:
Just Dial *#*#34971539#*#*
You can use this code to get information about the camera.
It shows following 4 menus.
Update camera firmware in image, Update camera firmware in SD card, Get camera firmware version and Get firmware update count.
WARNING: Never use the first option (Update camera firmware in image) otherwise your camera will stop working and you’ll need to take your phone to service center to reinstall camera firmware
(17) Android Phone Factory Format:
Just Dial *2767*3855#
This code is used for factory format, which will delete all files and settings, including the internal memory storage. It’ll also re install the firmware.
You can use this code to reset your Android phone back to factory data.
It’ll remove following things: Google account settings stored in your phone, System and application data and settings, Downloaded applications.




দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে
কম্পিউটার। ডেস্কটপ হোক বা ল্যাপটপ, পড়াশোনা থেকে
শুরু করে কাজের খাতিরে সবক্ষেত্রেই নির্ভরতা
কম্পিউটারের ওপর। আর কম্পিউটার ব্যবহারের সবচেয়ে
গুরুত্বপূর্ণ ডিভাইসগুলোর একটি হচ্ছে ছোট্ট মাউসটি।
কম্পিউটারে অতি প্রয়োজনীয় সেই মাউসটির অনেক মজার
ট্রিকই ব্যবহারকারীদের অজানা। মাউসের সেই ট্রিকগুলো শুধু
মজারই নয় বরং কম্পিউটার ব্যবহারকেও করে দেয় অনেক
সহজ।
ক্লিক ট্রিক
মাইক্রোসফট ওয়ার্ডে ডাবল ক্লিক করে একটি শব্দ আর
ট্রিপল ক্লিক করে পুরো একটি প্যারাগ্রাফ হাইলাইট করার ব্যাপারটি
পাঠকের অজানা থাকার কথা নয়। তবে ওয়ার্ড ডকুমেন্টের
পুরো একটা কলামকে হাইলাইট করার উপায় কি? চেপে রাখুন
অল্টার আর চাপুন মাউসের লেফট বাটনটি। আর কার্সরটিকে
টেনে নিয়ে যান আপনি যে কলামটি হাইলাইট করতে চান তার
ওপর। ব্যস, হয়ে যাবে কাজ
স্ক্রল ট্রিক
স্ক্রল করুন ডানে বামে: মাইক্রোসফট এক্সেলের
বেশিরভাগ ভার্সনে শিফট বাটনটি চেপে রেখে স্ক্রল
করলে আপনাকে ডানে বামে নিয়ে যাবে কার্সরটি। বড়ো
বড়ো স্প্রেডশিট দেখতে কাজে দেবে এই ট্রিকটি।
ব্যাক বাটন হিসেবে স্ক্রল হুইল: বেশিরভাগ ওয়েব ব্রাউজারেই
এই ট্রিকটি কাজে লাগাতে পারবেন পাঠক। শিফট চেপে স্ক্রল
হুইলটি ঘোরালেই ব্যাক বাটন হিসেবে কাজ করবে আপনার
স্ক্রল হুইল।
রি-লগইন না করার ট্রিক:
ধরে নিন, কর্মক্ষেত্রে আপনার কম্পিউটারটি রেখে ঘুরে
আসতে চাইছেন কিছুক্ষণের জন্য। তবে বার বার কম্পিউটারে
রি-লগ করতে চাননা। মাউসের কার্সরটিকে কম্পিউটার মনিটরের
অ্যানালগ ঘড়ির ওপর নিয়ে রাখুন। ঘড়ির সেকেন্ডের কাটা
নড়লেই সেটি অনুসরণ করবে কার্সর। কম্পিউটারের সামনে না
থাকলেও স্লিপ মোডে চলে যাবে না কম্পিউটারটি।


এয়ারটেল এ 100 MB ফ্রি+1 পয়সা প্রতি সেকেন্ড কথা বলুন মাত্র 9 টাকা রিচার্জে…
আমার কাছে সব থেকে ভাল লাগে এয়ারটেল সিম
।একটার পর একটা অফার এসেই যাচ্ছে গত 4 বছর ।
যাহোক এখন মাত্র 9 টাকা রিচার্জ করলেই পাবেন
100 মেগাবাইট ইন্টারনেট একদম ফ্রি ।মেয়াদ 1 মাস
সাথে থাকছে এয়ারটেল টু এয়ারটেল 0.5 পয়সা
সেকেন্ড ও অন্য অপারেটর এ 1 পয়সা দিন রাত 24
ঘন্টা
বিঃদ্রঃ অফার টা সবাই পাবেন কি শিওর না ।তবে
প্রিপেইড গ্রাহক গন 9 টাকা রিচার্জ করুন ।



কোন ভুল হলে জানাবেন। নিয়ে নিন Adclear pro এর cracked & full version!!!আর সারা জীবনের জন্য আপনার ফোনে বিরক্তিকর এড থেকে মুক্তি পান।(no root needed)রুট ফোন ব্যাবহার কারীরা ও এটা ব্যাবহার করেন।২দিন আগেই আপডেট হয়েছে। এন্ড্রয়েডের এখন প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই এড নেট চালু করলেই অটোমেটিক অ্যাপ ডাউনলোড হতে থাকে সাথে স্ক্রিনে নানা রকম এড দেখায় যা আমরা কখন চাই না। আপনি হয়ত এখন এই সমস্যায় পড়েন নি কিন্তু যে কোন সময় পড়ে যাবেন তাই নিজের সংগ্রহে রাখুন। App name:Seven adclear pro cracked version!!! size:11.1mb আপনারা অনেকেই হয়ত এই সমস্যায় পড়েছেন ফোনের স্ক্রিনে অনেক রকম এড আসে যা খুব বিরক্তিকর। আবার অনেক সময় দেখা যায় নেট অন করলেই অটোমেটিক অনেক কিছু ডাউনলোড। এই সব সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য রুট ইউজার দের অনেক পদ্ধতি আছে কিন্তু যারা রুট ইউজার না তারা কি করবে?তারা কি সারা জীবন এই সমস্যা নিয়ে থাকবে,কখনো না।মুক্তির পথ আমি বলে দিচ্ছি। এটি খুব শক্তিশালী ad blocker যে কোন ধরনের এড ব্লক করতে সক্ষম।আপনাকে আর চিন্তা করতে হবে না। আপনাকে চিরতরে এড এর জ্বালা থেকে।মুক্তি দিয়ে দিবে।আপনাকে কিছু করতে হবে না জাস্ট অ্যাপ টা ওপেন করে connecte করে দিবেন। তারপর থেকেই দেখুন জাদু। ডাউনলোড করেই দেখুন না কেমন লাগে। Download link: এখানে ক্লিক করুন


#এই টিপস টি আপনার ফোন টা হয়ত পুনরুদ্ধার করে দিতে পারবেনা কিন্তু যে আপনার ফোন টী নিয়েছে সে ওটাকে #আর ব্যবহার করতে পারবেনা। এবং বিক্রিও করতে পারবেনা। সুতরাং চোরকে একটা উচিত শিক্ষা দিন এইভাবেঃ এক্ষুনি প্রেস করুন *# 06 # এরপর একটা সিরিয়াল কোড নাম্বার দেখাবে সেটিকে কোথাও লিখে রাখুন। ফোনটা চুরি হয়ে গেলে আপনার সার্ভিস প্রোভাইডার কিংবা ফোন কোম্পানির কোণ কাস্টমার কেয়ার সেন্টারে গিয়ে এই নাম্বার টি দিয়ে কাহিনি খুলে বলুন।#ওরা ফোন অকেজো করে দিবে। এরপর চোর মহাশয় যখনি নতুন কোণ সিম ঢুকাবে ব্যাস ফোন চিরতরের জন্য মৃত্যুবরন করবে।বর্তমানে এই সিরিয়াল বা IMEI কোডটা র্যাব অথবা পুলিশকে দিলে; তারা অনেক সময় আপনার ফোনটি খুঁজে এনেও দিতে পারে।

#Thank’s All.




IMEI Status Check Your Phone

*1

*2


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});



হেলো জনগণ কেমন আছেন সবাই…..রবি দিন দিন ভাল ভাল অফারের মাদ্ধমে তরুন প্রজন্মের মন জয় করে নিচ্ছে…. আমরা জারা ক্লাসার তারা প্রাই ই ১০ টাকার এমবি কারড দিয়ে ক্লাস অফ ক্লান্স খেলি তাতে মাসে অনেক টাকা খরচ হয়…. তাই রবি নিয়ে এলো সবার আগে বাংলাদেশে ক্লাস অফ ক্লান্স প্যাক এখন থেকে ক্লাসিং করোন আরো কম খরচে 

নিশ্চিন্তে…… তো আসুন জেনে নেয় প্যাকটি সম্পর্ক এ বিস্তারিত…..

২৮ দিন মেয়াদে ২৫০ এমবি ক্লাস অফ ক্লান্স ক্লান্স প্যাক পাবেন ২৮ টাকা ( + ভ্যাট) । নিতে ডায়াল করুন *১২৩*৪০৫# এবং বেলেন্স জানতে ডায়াল করুন *১২৩*৩*৫#।
প্যাক টি সকল রবি গ্রাহক রা পাবেন এবং রাত দিন ২৪ ঘন্টা ই ব্যাবহার করতে পারবেন….. হেপি ক্লাসিং
বি:দ্র: আমার রবি সিম অফ ছিল তাই মেসেজটা পাই নি…. স্ক্রীনসট এ মেসেজটা আমাকে দিয়ে সহযোগীতা করেছেন রিমন হোসেন ভাই….. ধন্যবাদ আপনাকে 


















FastStone Capture 8.4 (3 MB)

আমাদের সবাই কম বেশি
কম্পিঊটার ব্যবহার করি। অনেক
সময় ScreenShot বা ভিডিও
বানানোর দরকার হয়। কিন্তু তা
অনেক সময় হয়না, কারন আমাদের
আমদের কাছে তেমন কোনো
ভালো Software/Tools থাকেনা
বলে। আবার অনেক সময় থাকলেও
তাতে আবার $ ডলার চায় বা ফুল
ভার্শন করার দরকার হয়। এছাড়াও
আরো অনেক ঝামেলা হয়ে
থাকে। আবার কোনো কোনো
Software এ সকল সুযোগ সুবিধা
থাকেনা। তাই আজ আপনাদের এই
সকল ঝামেলা মুক্ত একটি Software
দিবো যার কোনো তুলোনা
হয়না। আপনার প্রায় সকল চাহিদা
পূরণ করবে এটি। প্রায় সব ধরনের
Options এটায় পাবেন। সাথে Editing
ও করতে পারবেন!









Features:
*Screen Shot
*Video Capture
*Editing
*Push
*etc
Name : SmashCube
Serial Key: AXMQL-RTMTI-EWYSK-EFUSL
Download Link : Click Hear To Download
(Mobile User Use
Google Chorme / Uc Browser To
Download It
Ads


এখন থেকে জিপি সিম দিয়ে Unlimited ফ্রি Welcome Tune ব্যাবহার করুন।
.
সরাসরি আসল কথায় চলে যাচ্ছি।
.
আপনারা অনেকে আছেন যারা প্রতিমাসে জিপি সিমে Welcome Tune এর জন্য ১৮-২০ টাকা খরচ করে থাকেন।
.
আজকে আমি #এডমিনঃ_আতিক আপনাদেরকে শিখিয়ে দিবো কিভাবে সারা মাস ফ্রি ওয়েলকাম টিউন ব্যাবহার করে জিপিকে বাঁশ দিবেন।
.
প্রথমে ডায়াল করুনঃ *4000*67#
.
এবার আপনি ৩ টি গান সেট করতে পারবেন। আর যদি আগে থেকেই আপনার সিমে কোন গান সেট করা থাকে তাহলে তো কোন কথাই নেই।
.
আর যাদের ওয়েলকাম টিউনে কোন গান চালু করা নেই তারা WT Song Code লেখে পাঠিয়ে দিন 4000 নাম্বারে।
.
আজকে যদি আপনার সিমে ওয়েললাম টিউন চালু করেন তাহলে ২০ দিন ফ্রি ওয়েলকাম টিউনটি উপভোগ করবেন।
.
অথাত্‍ 08-02-2017 থেকে 28-02-2017 তারিখ পয়ন্ত ফ্রি চলবে।
.
এর মধ্যে 27-02-2017 তারিখে STOP লেখে 4000 এ মেসেজ পাঠিয়ে দিন।
.
তাহলে আপনার ওয়েলকাম টিউনটি বন্ধ হয়ে যাবে, আবার উপরের নিয়ম অনুসারে ওয়েলকাম টিউন চালু করে নিতে পারবেন।
.
এইভাবে ১২ মাস জিপিকে বাঁশ দিন।
.
#বিশেষ_দ্রষ্টব্যঃ ওয়েলকাম টিউন সেট করার সময় ফোনে টাকা রাখবেন না। ওয়েলকাম টিউন চালু করার কমপক্ষে ৬ ঘন্টা পরে টাকা রির্চাজ করবেন।

Ads













আপনার কম্পিউটারে উইন্ডোজ এক্সপি কিংবা সেভেন
অপারেটিং সিস্টেম পরিবর্তন করে উইন্ডোজ ৮/১০ ইনস্টল
দিয়েছেন। কিন্তু আপনার ডেস্কটপ বা ল্যাপটপে উইন্ডোজ
৮/১০ ইনস্টল দেবার পর মাদারবোর্ড ড্রাইভার সেটাপে
ভীষণ ঝামেলায় পড়তে হচ্ছে। অথচ উইন্ডোজ এক্সপি বা
সেভেন ব্যবহারে মাদারবোর্ড ইনস্টলে কোন সমস্যাই হয়
না। তাহলে কি আপনি উইন্ডোজ ৮/১০ ব্যবহারের স্বাদ
নিতে পারবেন না? উইন্ডোজ ৮/১০ অপারেটিং সার্পেট
করছে শুধুমাএ মাদারবোর্ড ড্রাইভারের ইনস্টল সমস্যার
কারণে আবার টাকা খরচ করে নতুন ডেস্কটপ বা ল্যাপটপ
কিনবেন? হতাশ হবেন না, আপনি আপনার ডেস্কটপ বা
ল্যাপটপে উইন্ডোজ ৭/৮/১০ যে কোন অপারেটি সিস্টেমই
ব্যবহার করতে পারবেন আর এতে মাদারবোর্ড ড্রা্ইভার
ইনস্টল নিয়ে কোন সমস্যাই হবে না।
আসল কথায় আসি, ইন্টারনেট ব্যবহার করে এবং অনলাইন
ড্রাইভার প্যাক সল্যুশন ইনস্টলারের সাহায্যে আপনি
আপনার ডেস্কটপ বা ল্যাপটপের উইন্ডোজের সকল
সংস্করনের মাদারবোর্ড ড্রাইভার ইনস্টল বা আপডেট
দিতে পারবেন।
প্রথমে ওয়েব ব্রাজার চালু করে গুগলে Driverpack solution
লিখে সার্চ দিন।
 অথবা এ লিংকে ক্লিক করুন :DriverPack Solution-software for driver updates


এখন Driverpack solution ওয়েব পেজ থেকে Install all required drivers বাটনে ক্লিক করুন।




Driverpack solution ইনস্টলার সফটওয়্যার ডাউনলোড শুরু হবে
সেভ ফাইল বাটনে ক্লিক করে তা সেভ করে নিন।

















ডাউনলোড Driverpack solution ইনস্টলারটি চালু করুন।এখন্ Driverpack solution ইনস্টলারটি চালু হবে এবং আপনার
পিসির মাদারবোর্ড সাপোর্ট অনুযায়ী ড্রাইভার













ইনস্টলার রিপোর্ট প্রদর্শিত হবে।এখন Automatically set up computer এ ক্লিক করবেন না।











Expert Mode অপশনটি ব্যবহার করুন।
তারপর মাদারবোর্ডের ড্রাইভার তালিকা দেখাবে। এখনই
Install everything বাটনে ক্লিক করে ড্রাইভার ইনস্টল করবেন
না।


Software আইটেমে ক্লিক করুন এবং সফটওয়্যার তালিকা
থেকে সকল সফটওয়্যার সিলকশন থেকে টিক উঠিয়ে দিন।
কারন এখানে মাদারবোর্ড ড্রাইভার ইনস্টলই প্রধান কাজ
তবে আপনি চাইলে সফটওয়্যার ইনস্টল দিতে পারেন। এতে



















আপনার ইন্টারনেট এবং সময় দুইটারই অপচয় হবে।
Security আইটেমে ক্লিক করুন এবং সকল অ্যাপস সিলেকশন













থেকে টিক উঠিযে দিন।
Driver আইটেমে ক্লিক করুন এবং ড্রাইভারের তালিকার
সবার নিচের Driver utilities আইটেমের সিলেকশন থেকে
টিক উঠিয়ে দিন।



এখন সকল সেটিংসের কাজ শেষ হবার পর Install everything
বাটনে ক্লিক করুন। এতে মাদারবোর্ডের সকল
ড্রাইভারগুলো সয়ংক্রিয়ভাবে ডাউনলোড হবে এবং কোন
প্রকার সমস্যা ছাড়াই ইনস্টল হবে। ইনস্টল শেষে আপনার












কম্পিউটার রিস্টার্ট দিন।
এভাবে আপনার পুরাতন ডেস্কটপ ও ল্যাপটপে উইন্ডোজ
৭/৮/১০ ব্যবহারের মজা নিন।
DriverPack Solution-software for driver updates
ভালো লাগলে অবশ্যই Comment
করবেন । সবাই কে ধন্যবাদ ।


Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.