April 10, 2025

কম্পিউটারের অদরকারি ফাইল মোছার সফটওয়্যার...!


কম্পিউটারে কাজ করতে করতে একটা সময় দেখা যায়, প্রচুর অদরকারি ফাইল এখানে-সেখানে জমে হার্ডডিস্ক ড্রাইভের অনেকটা জায়গা দখল করে আছে। এসব ফাইল মুছে কম্পিউটার সিস্টেমকে পরিষ্কার করার কিছু সফটওয়্যার রয়েছে। এসব
বিনা মূল্যেই ইন্টারনেট থেকে নামিয়ে ব্যবহার করা যায়।

অদরকারি ফাইল মোছার সফটওয়্যারগুলোর মধ্যে বেশ জনপ্রিয় একটা প্রোগ্রাম সি ক্লিনার, যা নামানো যাবে goo.gl/7N5Pau ঠিকানার ওয়েবসাইট থেকে। এ সফটওয়্যারটি বেশ কাজের হলেও অনেক বেশি অপশন থাকায় নতুন ব্যবহারকারীদের বুঝে উঠতে কিছুটা সময় লাগে। প্রায় একই রকম কাজের বিকল্প
আরেকটি সফটওয়্যার হলো ক্যাসপারস্কি ক্লিনার, যার আকার প্রায় ২৫ মেগাবাইট।

প্রোগ্রামটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে থাকলেও কম্পিউটার নিরাপত্তা-বিষয়ক
প্রতিষ্ঠানটির নতুন এই টুলটি কাজ করবে পুরোপুরিই। এর মূল সুবিধা হলো, এটি ব্যবহারেও বেশ সুবিধাজনক। তাই যে কেউ সহজেই এটি বিনা মূল্যে ব্যবহার করতে পারবেন।

ক্যাসপারস্কি ক্লিনার নামান এখান থেকে  Downlord Kaspersky Cleaner BETA । এখান থেকে Kaspersky Cleaner BETA নামের ফাইলটি নামিয়ে ইনস্টল করুন। এরপর স্বয়ংক্রিয়ভাবে পুরো ফাইলটি নেমে ইনস্টল হয়ে যাবে। এরপর এটি চালু হবে। না হলে স্টার্ট মেনুর প্রোগ্রাম তালিকা থেকে চালু করুন।

START SCAN নামের বড় বোতামটিতে ক্লিক করলে সিস্টেম ক্লিনআপ, রিস্টোর
সিস্টেম সেটিংস, রিমুভ অ্যাকটিভিটি ট্রেসেস, প্রাইভেট ব্রাউজিং, ব্রাউজার ক্যাস, সম্প্রতি ফাইলের তালিকা এসব ভাগে ভাগে অপ্রয়োজনীয় ফাইল বাছাই করে মুছে ফেলার জন্য তালিকা প্রস্তুত করে দেখাবে।

সেখান থেকে কোনো ফাইল যদি মুছতে না চান, তাহলে তার পাশ থেকে টিক
উঠিয়ে দিলেই হবে। এরপর ফিক্স বোতামে ক্লিক করলে ফাইল বা সমস্যা সমাধানের কাজ সম্পন্ন হবে। সবশেষে কম্পিউটার রিস্টার্ট দিতে হবে।

ফাইল মোছার পর কোনো সমস্যা হলে বা কোনো কারণে আগের অবস্থায় ফেরত যেতে চাইলে ROLL BACK CHANGES বোতামে ক্লিক করে তা করা যাবে।



Tags

Post a Comment

Thanks For Your Comment..!!

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

Post a Comment

    Author Name

    Contact Form

    Name

    Email *

    Message *

    Powered by Blogger.