কম্পিউটারের পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন...?

উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের অনেকেই সতর্কতা ও নিরাপত্তার জন্য কম্পিউটারে পাসওয়ার্ড ব্যবহার করেন।

তবে বিপত্তি বাধে তখনই যখন অনেক পাসওয়ার্ডের ভিড়ে সেটি ভুলে গেলে।

তখন অনেকের ধারণা কম্পিউটারের অপারেটিং সিস্টেম ইন্সটল করা ছাড়া উপায় নেই। তবে এটিই একমাত্র পথ নয়। আরও কৌশল আছে কম্পিউটার খোলার।

সেটি জানা থাকলে পাসওয়ার্ড ভুলে গেলেও প্রয়োজন হবে না অপারেটিং সিস্টেম নতুন করে সেটআপ দেওয়ার। এ জন্য জানতে হবে দুই কৌশল।

এ টিউটোরিয়ালে উইন্ডোজে পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে তা রিসেট করা যাবে সেটি তুলে ধরা হলো।


পাসওয়ার্ড রিসেট ডিস্ক

পাসওয়ার্ড ভুলে গেলে যেন ডিস্ক ব্যবহার করে তা রিসেট দেওয়া যায় সে জন্য একটি বিশেষ পদ্ধতি রয়েছে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে।

এ জন্য স্টার্ট মেন্যু থেকে কন্ট্রোল প্যানেলে গিয়ে ইউজার অ্যাকাউন্টস থেকে সিলেক্ট করে creat a password রিসেট ডিস্কে ক্লিক করতে হবে। নির্দেশগুলো মেনে তৈরি করে ফেলুন ডিস্কটি।

ডিস্কটির মাধ্যমে আপনি ফরম্যাট ও আবার উইন্ডোজ ইন্সটল করা ছাড়াই পাসওয়ার্ড রিসেট করতে পারবেন।


উইন্ডোজ বুট ডিস্ক ব্যবহার

উইন্ডোজ বুট ডিস্ক দিয়ে উইন্ডোজ রিপেয়ার করা যায়। উইন্ডোজ রিপেয়ার করতে দেওয়ার সময় পাসওয়ার্ডটির জায়গাটি খালি রাখুন অথবা নতুন কোনো পাসওয়ার্ড দিন।

Our FB Page

















Tags

Post a Comment

Thanks For Your Comment..!!

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.