এইচএসসি রেজাল্ট (2019) প্রকাশ হবে ২০, ২১ অথবা ২২ জুলাই এর মধ্যে।

এইচএসসি রেজাল্ট 2019

এইচএসসি রেজাল্ট (2019) প্রকাশ হবে ২০, ২১ অথবা ২২ জুলাই এর মধ্যে।



  • গত ১লা এপ্রিল তারিখে শুরু হয়ে ১২ই মে শেষ হয় উচ্চমাধ্যমিক সার্টিফিকেট -এর তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা। আর ১২ মে থেকে ২১ মে তারিখ পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছরের এইচএসসি পরীক্ষায় অংশ নেয় মোট ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন পরীক্ষার্থী। যার মধ্যে ৬,৫৪,১১৪ জন ছেলে এবং ৫,৬৪,৫১৪ জন মেয়ে পরীক্ষার্থী। ১০টি শিক্ষাবোর্ডের অধীনে ৮,৩০৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশ নেয় এইচএসসি পরীক্ষার্থীরা।
  • সাধারণত, প্রতি বছর এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় উক্ত পরীক্ষা শেষের ৩ মাসের মধ্যে।

  • এবছরের এইচএসসি রেজাল্ট 2019 প্রকাশের সম্ভাব্য
  • তারিখ ২০, ২১ অথবা ২২ জুলাই।

শিক্ষাবোর্ডের বিভিন্ন সূত্রে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের এই সম্ভাব্য তারিখ জানা গেছে।
তবে খুব শীঘ্রই ফলাফল প্রকাশের চূড়ান্ত তারিখ প্রকাশ করবে শিক্ষা মন্ত্রনালয়।
উল্লেখ্য যে, এইচএসসি সমমানপরীক্ষাগুলোর ফলাফলও একই দিনেপ্রকাশিত হবে।
ফলাফল প্রকাশের দিন সকাল ১০টার দিকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এইচএসসি রেজাল্টের কপি

তুলে দিবেন শিক্ষামন্ত্রী দিপু মনি। পরবর্তীতে দুপুর ১/২টার দিকে অনলাইনে সকলের জন্য উন্মুক্ত করা হবে ফলাফল।
পরীক্ষার্থীরা ইন্টারনেটের মাধ্যমে ওয়েবসাইটে অথবা মোবাইলের মাধ্যমে এসএমএস করে তাঁদের রেজাল্ট চেক
করতে পারবে।

এসএমএস মাধ্যমে এইচএসসি ফলাফল দেখার নিয়ম

* প্রথমে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে নতুন একটি এসএমএস কম্পোজ করুন
* মোবাইলের মেসেজ অপশনে লিখুন HSC
* এরপর একটি স্পেস দিয়ে লিখুন আপনার শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর। যেমনঃ DHA
*তারপর আরও একটি স্পেস দিয়ে লিখুন আপনার এইচএসসি রোল নম্বরটি
* আরেকটি স্পেস দিয়ে লিখুন 2019
*সবশেষে মেসেজটি পাঠিয়ে দিন 16222 নম্বরে
উদাঃ HSC DHA 641322 2019

এছাড়া এই ওয়েবসাইট https://eboardresults.com/app/stud ফলাফল দেখা যাবে..
loading...

"এইচএসসি রেজাল্ট (2019) প্রকাশ হবে ২০, ২১ অথবা ২২ জুলাই এর মধ্যে" "HSC Result 2019"

Post a Comment

Thanks For Your Comment..!!

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.